নতুন ভাবে সেজে উঠছে একাধিক স্টেশন

রেল যাত্রীদের কথা মাথায় রেখে বড় সুখবর রেল কতৃপক্ষের তরফে। রেল পরিষেবাকে ভারতের লাইফলাইন বলা হয়ে থাকে। এই পরিস্থিতিতেই নয়া ঘোষণা, অমৃত ভারত স্টেশন যোজনার অধীনে নানান স্টেশনকে নতুন করে সাজিয়ে তোলা হচ্ছে, সেজন্য খরচ হচ্ছে মোট ৪৫৮ কোটি টাকা।

পরিকল্পনার অধীনে হাওড়ার মোট ৯টি স্টেশন এবং শিয়ালদহর ৬টি স্টেশনকে সাজানো হচ্ছে। আগামী রোববার প্রকল্পটির শিলান্যাস উদ্বোধনের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভার্চুয়াল সামিট রেখেছেন। শুধু বাংলার নয়, একইসাথে সারাদেশের মোট ৫০০টি স্টেশনের শিলান্যাস করবেন।

বাংলার শিয়ালদা ডিভিশনের শিয়ালদা, চাঁদপাড়া, শান্তিপুর, বেথুয়াডহরি, বহরমপুর, ব্যারাকপুর ও কৃষ্ণনগর স্টেশনকে নতুন রূগে সাজিয়ে তোলা হবে। হাওড়া ডিভিশনের শেওড়াফুলি, তারকেশ্বর, বর্ধমান, রামপুরহাট, বোলপুর, অম্বিকা, কালনা, নবদ্বীপ, কাটোয়া এবং আজিমগঞ্জ স্টেশনকে অত্যাধুনিক প্রযুক্তির সাথে নতুন করে ঢেলে সাজানো হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *