বিগত বেশ কিছুদিন ধরে ক্রমাগত বদলে চলেছে রাজ্যের আবহাওয়া। কখনো বৃষ্টি কখনো রোদ ঝলমল করেছে। বাড়তে থাকা নাজেহাল করা গরমের মাঝেই আবার ঝড় সহ বৃষ্টিপাত। এই পরিস্থিতিতে তীব্র দাবদাহের জেরে গত ২২ এপ্রিল রাজ্যের শিক্ষাপ্রতিষ্ঠানগুলিতে গরমের ছুটি ঘোষণা করে রাজ্য সরকার।
ভোটের পর পড়ুয়াদের জন্য রাজ্যের স্কুলগুলি খুলছে ১০ জুন থেকে। তবে এরই মাঝে ফের তীব্র তাপপ্রবাহ ও ক্রমাগত তাপমাত্রা বাড়তে থাকায় ফের স্কুল বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে একাধিক রাজ্য। রাজস্থান সরকার গত ১৭ই মে থেকে স্কুলগুলিতে গরমের ছুটি ঘোষণা করা হয়েছিল।
গরমের দাপটে সেই ছুটির দিন আরও বাড়িয়ে ৩০ জুন পর্যন্ত করা হয়েছে। মধ্যপ্রদেশেও আগামী ৩০ জুন পর্যন্ত রাজ্যের সমস্ত সরকারী স্কুলগুলিতে গরমের ছুটি নির্ধারণ করা হয়েছে। ৫০ দিন স্কুল বন্ধের ঘোষণা করেছে দিল্লি সরকার। উত্তরপ্রদেশে আগামী ১৮ জুন পর্যন্ত গরমের ছুটি নির্ধারণ করা হয়েছে বলে।