ব্রহ্মপুর বাজার এলাকায় আগুনে পুড়ে ক্ষতিগ্রস্ত হল কয়েকটি বাড়ি 

স্থানীয় সূত্রে জানা যায় ওই এলাকার বাসিন্দা, বিনা সরকার একটি বাড়িতে একাই বসবাস করতেন স্বামী মারা গিয়েছে প্রায় চার বছর আগে এদিন সন্ধ্যায় বাড়ির প্রয়োজনীয় জিনিস আনতে বাজারে গিয়েছিলেন ওই মহিলা। এরপর ভর সন্ধ্যায় সেই বাড়িতে একটি মাত্র ঘরেই দাউ দাউ করে আগুন জ্বলতে দেখে এলাকাবাসী এরপর চিৎকার চেঁচামেচি শুরু করলে আশেপাশের লোকজন ছুটে এসে আগুন নেভানোর কাজে হাত লাগায় খবর দেওয়া হয় ময়নাগুড়ি দমকল কেন্দ্রে ও ময়নাগুড়ি থানার পুলিশকে তবে রাস্তা খারাপ থাকার কারণে সঠিক সময়ে ঘটনাস্থলে পৌঁছাতে  বেগ পেতে হয় দমকল কর্মীদের ততক্ষণে খবর পেয়ে ছুটে আসে ওই মহিলাও।

এলাকাবাসীর সূত্রে জানা যায় দমকল পৌঁছানোর আগেই মহিলার ঘরে থাকা ধান চাল থেকে শুরু করে যাবতীয় কাগজপত্র সহ সমস্ত আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গিয়েছে, আর এর ফলে সর্বস্ব হারিয়ে কান্নায় ভেঙে পড়েছেন বিনা সরকার নামে ওই মহিলা। এ বিষয়ে ময়নাগুড়ি থানার আইসি সুবল ঘোষ তিনি জানিয়েছেন আমরা ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনা আসলে ছুটে আসি আমরা ওই মহিলার  পুড়ে যাওয়া  ঘরটি নতুন করে করে দেওয়ার ব্যবস্থা করে দেওয়া হবে এর পাশাপাশি ভিডিও সাহেবের সঙ্গে কথা বলে মহিলার থাকা এবং খাওয়ার ব্যবস্থা করে দেওয়া হবে বলে জানান তিনি।