কয়েক কোটি টাকা খরচ স্বাস্থ্যসাথী প্রকল্পে

তৃতীয়বার রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে ক্ষমতায় আসার পর থেকেই একাধিক প্রকল্প ঘোষণা করেছে মমতা সরকার। রাজ্যের সাধারণ মানুষের কথা ভেবেই এই প্রকল্পগুলো ঘোষিত হয়েছে। যার মধ্যে অন্যতম স্কিম হল স্বাস্থ্যসাথী। এর মাধ্যমে উপকৃত হয়েছেন এই রাজ্যের হাজার হাজার মানুষ।

স্বাস্থ্যসাথী প্রকল্পের মাধ্যমে এই রাজ্যের আর্থিকভাবে দুর্বল বহু পরিবারের সুরাহা হয়েছে। আগে মূলত তাঁদের ভরসা ছিল সরকারি হাসপাতাল। তবে রাজ্যের এই প্রকল্পের দৌলতে তাঁরা নানান বেসরকারি হাসপাতাল, নার্সিংহোমে চিকিৎসা করানোর সুযোগ পাচ্ছেন। গত অর্থবর্ষে এই স্কিমে রোগীদের চিকিৎসার জন্য ২০৯১ কোটি টাকা খরচ করেছে পশ্চিমবঙ্গ সরকার।

জানা যাচ্ছে, রাজ্যের নানান জেলার মানুষ কলকাতার বহু বেসরকারি হাসপাতালে গিয়ে অস্ত্রোপচার করিয়েছেন। সেই সঙ্গেই জেলার নামি বেসরকারি নার্সিংহোম, হাসপাতালেও চিকিৎসা করানোর সুযোগ মিলেছে। স্বাস্থ্য দফতর সূত্রে খবর, স্বাস্থ্যসাথীর মাধ্যমে ৬০০০ রোগী উপকৃত হয়েছেন।