রামনবমীর মিছিল ঘিরে গ্রেফতার একাধিক

চলতি সপ্তাহের বৃহস্পতিবার অর্থাৎ ছিল রামনবমী। এই উপলক্ষে বাংলায় মিছিল বেরিয়েছিল। কিন্তু আচমকাই হাওড়ায় এই মিছিলকে ঘিরে সংঘর্ষ ছড়াল। রামনবমীর মিছিলেই হামলার অভিযোগ ওঠে, ব্যাপক হিংসার ঘটনাও ঘটে। ইতিমধ্যেই এই হিংসাত্মক ঘটনায় ৩৬ জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানা গিয়েছে। পরিস্থিতি নিয়েন্ত্রণে আনতে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয় সেখানে।

মূল অভিযোগ, এলাকা দিয়ে যখন রামনবমীর শোভাযাত্রা যাচ্ছিল, সেই সময় মিছিলকে লক্ষ্য করে কাচের বোতল, ইট ও পাথর ছোড়া হয়। শুধু তাই নয়, পরবর্তীতে পেট্রোপ বোমাও ছোড়া হয় বলে দাবি। এক্ষেত্রে পুলিশের দিকেও একাধিক অভিযোগের আঙুল তোলা হয়েছে। দাবি করা হয়েছে, আগাম পুলিশের অনুমতি নেওয়া থাকলেও মিছিলে হামলা হয়। পুলিশ সেই নিয়ে কোনও ব্যবস্থাই করেনি। গোটা ইস্যুতে রণক্ষেত্রের চেহারা নেয় এলাকা। এই ঘটনায় পুলিশকর্মী সহ প্রায় ১৫ জন আহত হয়েছে।

হিংসার ঘটনার মূল অভিযোগ করেছে অঞ্জনী পুত্র সেনা নামে একটি সংগঠন। তারা ছাড়াও বিশ্ব হিন্দু পরিষদ সহ ৪২ টি সংগঠন একত্রে এই মিছিল বের করেছিল হাওড়ায়। অভিযোগ, তাঁদের ওপরে পুলিশ লাঠি চার্জ করে ও কাঁদানে গ্যাসের শেল ফাটায়। সব মিলিয়ে গতকালের উত্তেজনা আজও বহাল আছে হাওড়ার একাংশে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *