রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এমনকি গ্রেফতার হয়ে জেলে হয়েছে অনেকের। এই পরিস্থিতিতে প্রাথমিকের ইন্টারভিউয়ে হাজির এক ভুয়ো পরীক্ষার্থী। ২০১৪ ২০১৭ সালের টেটের ইন্টারভিউ চলাকালীন হাতেনাতে ধরা পরল ভুয়ো পরীক্ষার্থী, ধরলেন পরীক্ষকরা।
প্রসঙ্গত, ২৪ পরগনা জেলার চাকরি প্রার্থীদের ইন্টারভিউ ছিল। সেই ইন্টারভিউতেই হাজির হয়েছিলেন বাপ্পা দেবনাথ নামের এক ফেক প্রার্থী। জানা গিয়েছে ওই জেলারই গাইঘাটার মরাল ডাঙার বাসিন্দা তিনি। তবে অসঙ্গতি দেখায় তাকে হাতেনাতে ধরে ফেলেন পরীক্ষকরা।
এরপর বহুক্ষণ ধৃতকে জিজ্ঞাসাবাদ করা হয় পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের অফিসে। তাজ্জব এই ঘটনা বিষয়ে বোর্ডের ডেপুটি সেক্রেটারি ডঃ পার্থ কর্মকার জানান, প্রাইমারি টিচার্স রিক্রুটমেন্ট বোর্ড এর ইন্টারভিউ চলাকালীন উত্তর চব্বিশ পরগনা জেলার এক পরীক্ষার্থী দ্বিতীয় হাফে এসেছিল। তার নাম বাপ্পা দেবনাথ। সেকশন অথরিটি জানায় রেজিস্ট্রেশনও ভুয়ো।