চাঞ্চল্যকরতথ্য নিয়োগ দুর্নীতি মামলায়

বিগত বেশ কিছু বছর ধরে বিভিন্ন সময় একের পর এক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় হয়েছে পশ্চিমবঙ্গ। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতেই ২০১৬ সালের এসএসসির সম্পূর্ণ প্যানেল বাতিল করেছে সুপ্রিম কোর্ট।

ওএমআর শিট থাকলে চিত্রটা হয়তো অন্যরকম হতে পারতো। কারা অবৈধভাবে চাকরি পেয়েছেন আর কারা যোগ্য, সেটা জানাতে পারতো ওএমআর শিট। ওএমআরের হার্ড কপি নষ্ট করে দেওয়া হয়েছে। প্রশ্ন উঠছে, ওএমআর শিটের হার্ড কপি কেন নষ্ট করা হল?

২০১৬ সালে নিয়োগ প্রক্রিয়া শুরু করার জন্য এসএলএসটির বিজ্ঞপ্তি জারি করা হয়। তার আগেই বিধানসভায় বিল পাশ করিয়ে একটি আইন আনা হয়। বলা হয়, এক বছরের মধ্যে ওএমআর শিটের হার্ড কপি নষ্ট করে দেওয়া হবে। রাজ্যপালের সম্মতিতে, বিধানসভায় সর্বসম্মতিক্রমে এই বিল পাশ হয়। যোগ্য-অযোগ্য বাছাই করা যায়নি বলে সম্পূর্ণ প্যানেল করেছে সুপ্রিম কোর্ট। সেক্ষেত্রে অযোগ্যদের জন্য যোগ্যদের বলি হতে হয়েছে বলে দাবি অনেকের। তবে এসএসসির কাছে যদি ২০১৬ সালের নিয়োগ প্রক্রিয়ার ওএমআর শিটের হার্ড কপি অথবা ডিজিটাল কপি থাকতো, তাহলে সমগ্র প্যানেল বাতিল হতো না।