পয়লা বৈশাখ ও বোহাগ বিহুতে সেনকো’র আকর্ষণীয় অফার

বাংলা অভিনেত্রী মধুমিতা সরকার ও অসমীয়া অভিনেত্রী ও নৃত্যশিল্পী সুনীতা কৌশিককে আঞ্চলিক ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে নিয়ে এলো সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস। মধুমিতা ও সুনীতাকে আনা হল কোম্পানির ‘হাইপারলোকাল’ দৃষ্টিভঙ্গী থেকে। তারা গ্রাহক-সংযোগ বৃদ্ধি করতে এবং পূর্ব ও উত্তরপূর্বাঞ্চলে ব্র্যান্ডের প্রচার বাড়াতে সাহায্য করবেন। উল্লেখ্য, কিয়ারা আদভানি সেনকো’র ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে যোগ দিয়েছেন ২০২১-এর অক্টোবরে।

পয়লা বৈশাখকে কেন্দ্র করে এক ক্যাম্পেনের মাধ্যমে ‘বোঝেনা সে বোঝেনা’ খ্যাত মধুমিতা সরকার সেনকো ব্র্যান্ডকে প্রোমোট করবেন পশ্চিমবঙ্গে। অন্যদিকে, একই সময়ে বোহাগ বিহুক্যা কেন্দ্র করে উত্তরপূর্বের আসাম ও ত্রিপুরায় এই ব্র্যান্ডের জুয়েলারি কালেকশনের প্রচারের মুখ হবেন সুনীতা কৌশিক। এই উপলক্ষে সেনকো এক নতুন ইয়াররিংস রেঞ্জও নিয়ে এসেছে। আগামী ৮ মে পর্যন্ত সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডসের আকর্ষণীয় বর্ষবরণ ও বোহাগ বিহু অফার চালু থাকবে তাদের ১২৭টি শোরুম ও অনলাইন চ্যানেলে।

সেনকো’র জুয়েলারি কালেকশনে রয়েছে গোল্ড জুয়েলারি, ডায়মন্ড জুয়েলারি, প্লাটিনাম জুয়েলারি ও স্টাডেড জুয়েলারি। কোম্পানির ব্র্যান্ডের মধ্যে আছে এভারলাইট ও গসিপ। দেশে তাদের ডি’সিগনিয়া শোরুমগুলিতে প্রিমিয়াম জুয়েলারি রিটেল শপিং এক্সপিরিয়েন্স পাওয়া যায়। এছাড়া, পুরুষদের জন্য রয়েছে সেনকো’র অহম কালেকশন। সেইসঙ্গে, বিবাহ কালেকশন হিসেবে রয়েছে প্রিমিয়াম ডিজাইনার ওয়েডিং জুয়েলারি রেঞ্জ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *