রাতের অন্ধকারে আচমকাই বাড়িতে এলো, আবগারি দপ্তরের একটি বিশেষ প্রতিনিধি দল। আর তাতেই কি হুলুস্থলুস কান্ড! গোপন সূত্রে খবরের ভিত্তিতে ধুপগুড়ি আবগারি দপ্তরের বিশেষ অভিযানে উদ্ধার হল বিপুল পরিমাণ অবৈধভাবে তৈরি করা চোলাই মত সহ মদের নির্মাণ সামগ্রী। জলপাইগুড়ি জেলার ধুপগুড়ি থানার অন্তর্গত মধ্য খট্টি মারি এলাকার বাসিন্দা বিমল ভগতের বাড়িতে এদিন অভিযান চালায় আবগারি দপ্তর।
এদিনের অভিযানে বাজেয়াপ্ত করা হয় চোলাই মদ তৈরি করার হাড়ি কড়াই। ঘটনাস্থলে আধিকারিকরা পৌঁছাতেই প্রত্যেককে পালিয়ে যায়। এদিনের অভিযানের পর, স্থানীয় গ্রামবাসীদের প্রশ্ন করা হলে তারা এ বিষয়ে মন্তব্য করতে চান না। একেবারে গ্রাম পঞ্চায়েত কার্যালয়ের পেছনে চলছিল এ ধরনের অবৈধ কারাবার।
গ্রামবাসী থেকে শুরু করে স্থানীয় নেতৃত্ব প্রত্যেকের কাছেই বিষয়টি জানা থাকার পরেও এতদিনেও কেন বন্ধ করার পদক্ষেপ নেয়নি তা নিয়ে উঠছে প্রশ্ন। এদিন অভিযুক্ত বাড়ির লোকের বাড়িতে উপস্থিত স্থানীয়দের মুখে কুলুপ দেখেই এটা পরিষ্কার যে তাদেরও সায় ছিল। তবে এ বিষয়ে বিমল ভগতের স্ত্রী গোটা বিষয়টি স্বীকার করে নেন।