দল বদল করতেই মিললো নিরাপত্তা

লক্ষ্য এখন একটাই, আগামী নির্বাচন। চারিদিকে ভোটার দামামা বেজে গিয়েছে৷ তৎপরতা তুঙ্গে৷ এরই মাঝে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তৃণমূলে যোগদান করেছেন কং বিধায়ক বাইরন বিশ্বাস। আর জোড়া ফুলে যোগদানের ২৪ ঘণ্টার মধ্যেই রাজ্য পুলিশের নিরাপত্তা পেলেন বিধায়ক।

পুলিশি নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছে তার জন্য। একথা নিজেই জানিয়েছেন তৃণমূলের বাইরন। বাইরন বিশ্বাসের বাড়ির নিরাপত্তার জন্য বরাদ্দ করা হয়েছে দু’জন অ্যাসিস্ট্যান্ট সাব ইন‌স্পেক্টর, আট জন সশস্ত্র কনস্টেবল। এখানেই শেষ নয়, বিধায়কের দেহরক্ষী হিসেবে দেওয়া হয়েছে এক জন সাব ইন‌স্পেক্টর, এক জন অ্যাসিস্ট্যান্ট সাব ইন‌স্পেক্টর এবং তিন জন কনস্টেবল।

জানা গিয়েছে, গতকাল তৃণমূলে যোগ দেওয়ার পরই রাজ্য পুলিশের এক শীর্ষকর্তার সঙ্গে ফোনে নিজের নিরাপত্তা সংক্রান্ত কথোপকথন ছলে বিধায়কের। দল বদলের পর মুর্শিবাদাবাদে ফিরলে তার ওপর হামলা হতে পারে, এই আশঙ্কা নিয়েই নিজের ও তার পরিবারের জন্য পুলিশি নিরাপত্তার আর্জি জানান বাইরন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *