খোদ মহানগরীর বুকে জারি হল ১৪৪ ধারা

গোষ্ঠীকোন্দল নিয়ে রাজ্যের শাসকদলের বিরুদ্ধে একের পর এক অভিযোগ। এবার নিজ গোষ্ঠীদ্বন্দ্বের ফলে মহানগরীর বুকেই জারি হল ১৪৪ ধারা। দুই প্রভাবশালী নেতার নেতৃত্বাধীনে গন্ডগোলের জের অতিরিক্ত হওয়ায় আদালতের তরফে জারি হয় নির্দেশ। কলকাতা শহরের এক নামী পাঁচতারা হোটেলের কর্তৃপক্ষের অনুরোধেই ওই হোটেলে ১৪৪ ধারা জারি করল আদালত।

পুলিস সূত্রের খবর, হেনস্থা করা হয়েছে হোটেল কর্তৃপক্ষের উচ্চপদস্থ কর্তাদের। তবে আদালতের জারি করা ১৪৪ ধারা কার্যত অমান্য করেই হোটেল চত্বরে বহাল দুই গোষ্ঠীর লড়াই। কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হলে, তাদের অবশ্য দাবি, অতিথিদের কোনও অসুবিধার মুখে পড়তে হয়নি। হোটেল স্বাভাবিক ভাবেই চলছে।

কর্তৃপক্ষ এ কথা বললেও কর্মীদের একাংশই মানছেন, এই হোটেলে দেশ-বিদেশের বহু অতিথি এসে ওঠেন। সম্প্রতি অনেক সময়ে তাঁদের সামনেই কর্মীদের দুই গোষ্ঠীর মধ্যে বচসা বেধেছে। এমনকি বার কয়েক তা গড়িয়েছে হাতাহাতিতে। এতে অতিথিদের নিরাপত্তা কিংবা হোটেলের ভাবমূর্তি প্রশ্নের মুখে পড়ছে কি না, তা-ও জিজ্ঞাসা অনেকের। সূত্রের খবর, বিষয়টি নিয়ে স্থানীয় কাউন্সিলর হোটেল কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকে বসলেও, সমাধান সূত্র বেরোয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *