আজও বিক্ষিপ্তভাবে প্রবল ঝড়বৃষ্টির সম্ভবনা রাজ্যের বেশ কিছু অংশে

গরমের শুরুতেই ঝড়ের পূর্বাভাষ৷ টানা বিগত বেশ কিছুদিন থেকে বৃষ্টির জেরে সকাল থেকেই আকাশের মুখ ভার, বৃষ্টি শুরু হয়েছে দক্ষিণবঙ্গে৷ ভিজছে উত্তরও৷ এরই মাঝে আলিপুর আবহাওয়া দফতর তরফে জানানো হয়েছে, চলতি সপ্তাহেই দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায় প্রবল ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

আবহাওয়া সূত্রে খবর, আগামী দুদিন কলকাতা-সহ রাজ্যের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বঙ্গের উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, নদিয়া, মুর্শিদাবাদ, পুরুলিয়া, ঝাড়গ্রাম এবং দুই বর্ধমানেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

গোটা দক্ষিণবঙ্গ জুড়ে আগামী বেশ কিছুদিন ঝড়বৃষ্টি চলবে। হাওয়া দফতর সূত্রে খবর, আগামী শনিবার পর্যন্ত আবহাওয়া এই রকমই থাকবে। পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলাতেও ঝড়-বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলায় বেশি বৃষ্টির সম্ভাবনা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *