ইস্তফা দিলেন সায়ন্তিকা

লক্ষ্য এখন একটাই, আসন্ন লোকসভা নির্বাচন। চারিদিকে ভোটের দামামা বেজে গিয়েছে৷ তৎপরতা তুঙ্গে৷ চলছে জোর কদমে প্রস্তুতি৷ এরই মাঝে নির্বাচনের আগে বড় চমক। গতকাল ব্রিগেডের সমাবেশ থেকে ২০২৪ লোকসভা নির্বাচনের প্রার্থী তালিকা ঘোষণা করেছে তৃণমূল কংগ্রেস।

আর জোড়াফুলের এবারের প্রার্থী তালিকায় একের পর এক চমক। প্রাক্তন ক্রিকেটার থেকে দিদি নম্বর ১, রয়েছে একাধিক নতুন মুখও। ওদিকে বাদ পড়েছে বহু ‘যোগ্য’ নাম। টিকিট না পাওয়ায় গতকালই মন ভেঙেছে বলে জানিয়ে দেন ব্যারাকপুরের অর্জুন সিংহ।

আর এবার তৃণমূলের রাজ্য সম্পাদকের পদ থেকে ইস্তফা দিলেন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। দলীয় প্যাডে রাজ্য সভাপতি সুব্রত বক্সীকে লেখা সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের নামে ‘ইস্তফা’র এক চিঠি সোশ্যাল মিডিয়ায় ‘ভাইরাল’ হয়েছে। যাতে দেখা যাচ্ছে ‘ব্যক্তিগত কারণ দেখিয়ে’ ‘দলের সমস্ত রাজনৈতিক দায়িত্ব থেকে ইস্তফা’ দিতে চেয়েছেন তিনি।