সর্বমঙ্গলা মন্দিরে দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়ালো। ঘটনাটি ঘটে তুফানগঞ্জ শহরের ৪ নং ওয়ার্ডে অবস্থিত ১৩৭ বছরের প্রাচীন সর্বমঙ্গলা মন্দিরে। এছাড়াও তুফানগঞ্জ রানীরহাট বাজারের বেশ কিছু দোকানে চুরির ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় তুফানগঞ্জ থানার পুলিশ। এ বিষয়ে মন্দিরের পুরোহিত দেবাশীষ ব্যানার্জি জানান, এদিন সকালে নিত্য পুজো দিতে এসে তিনি দেখেন মন্দিরের গ্রিল তালাভাঙ্গা অবস্থায় পড়ে রয়েছে।তিনি জানান, মায়ের গায়ের সাত ভরি সোনা, ৫০০ গ্রাম ওজনের রুপোর মুণ্ড মালা এবং প্রণামী বাক্সের বেশ কিছু টাকা নিয়ে চম্পট দেয় চোরের দল। তুফানগঞ্জ থানায় খবর দেওয়া হলে ঘটনাস্থলে এসে পৌঁছায় পুলিশ। এ বিষয়ে তুফানগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হবে বলে তিনি জানান। অপরদিকে একই রাতে তুফানগঞ্জ রানীর হাট বাজারের বেশ কিছু দোকানে চুরির ঘটনা ঘটে। ঘটনা প্রকাশ্যে আসতেই আতঙ্কিত হয়ে পড়েছেন ব্যবসায়ীরা। বাজারের নিরাপত্তার দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা।