পরিবহন আইনের বিরুদ্ধে সরব হলো কোচবিহার জেলা বেসরকারি চালক অ্যাসোসিয়েশন। তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠন পরিচালিত এই সংগঠনের পক্ষ থেকে এদিন রীতিমতো টায়ার চালিয়ে পথ অবরোধ করে বিক্ষোভ করা হয় কোচবিহার মা ভবানী চৌপথিতে।
প্রসঙ্গত, কেন্দ্রীয় সরকারের তৈরি নতুন আইনে বলা হয়েছে, সড়ক দুর্ঘটনা ঘটিয়ে পালিয়ে যাওয়া চালকদের ১০ বছরের কারাদণ্ড এবং ৭ লক্ষ্য টাকা জরিমানা করা হবে।কেন্দ্রীয় সরকারের এই আইন অনৈতিক বলে দাবি করা হয়েছে চালকদের পক্ষ থেকে।
পরিবহন আইনের বিরুদ্ধে সরব কোচবিহার জেলা বেসরকারি চালক অ্যাসোসিয়েশন
