মাঝে অপেক্ষা আর কয়েকটা মাসের, তারপরেই আসন্ন রাজ্যে বিধানসভা নির্বাচন। চারদিকেই চলছে সাজ সাজ রব। তৎপর ভাবে কাজ করছে রাজনৈতিক দলগুলি। এই আবহে সামনে আসছে বড় খবর! ভোট পিছোতে চেয়ে নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছে বিজেপি।
একুশের বিধানসভা নির্বাচনের পর চব্বিশের লোকসভা ভোটেও বাংলার বুকে সবুজ ঝড় উঠেছিল। জোড়াফুলের ধাক্কায় কার্যত বেসামাল হয়ে গিয়েছিল পদ্ম। কয়েকদিন পরেই আবার নদিয়ার কালীগঞ্জ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন ঘোষণা হতে পারে। এবার সেই ভোটই পিছোতে চায় বিজেপি। ইতিমধ্যেই কমিশনকে চিঠি দিয়ে সেকথা জানিয়েছে গেরুয়া শিবির।
একুশের বিধানসভা ভোটে কালীগঞ্জ আসনে প্রায় ৪৭ হাজার ভোটে জয়ী তৃণমূল। শাসকদলের দাপটে ছিটকে গিয়েছিল বিজেপি। তবে তৃণমূল বিধায়ক নাসিরুদ্দিন আহমেদের মৃত্যুর পর আপাতত সেই কেন্দ্রে কোনও এমএলএ নেই। সেই কারণে নদিয়া জেলার এই আসনে উপনির্বাচন করতেই হবে।