৭৪-এর কিডনি ক্যান্সার রোগীর রোবোটিক সার্জারি

কলকাতায় বিশ্বমানের চিকিৎসার সুযোগ এনে দিয়েছে পূর্বভারতের বৃহত্তম প্রাইভেট হসপিটাল চেইন মেডিকা সুপারস্পেশাল্টি হসপিটাল। এবার তাদের নতুন অনকোলজি ডিপার্টমেন্টের মাধ্যমে একজন ৭৪ বছর বয়সী কিডনি ক্যান্সার রোগীর অপারেশনের মাধ্যমে তারা আরেকটি উল্লেখযোগ্য সাফল্য অর্জন করল। নানারকম শারীরিক জটিলতা থাকায় প্রচলিত উপায়ে ওই রোগীর অপারেশন সম্ভব ছিল না। মেডিকা ক্যান্সার হসপিটালের ডিরেক্টর ডাঃ সৌরভ দত্ত এই সফল অপারেশনের পুরোধা ছিলেন।

পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগণা জেলার মালাবাড়ির ছাতরা নিবাসী ৭৪ বছর বয়স্ক জসিমুদ্দিন লস্করের অপারেশন করেন ডাঃ অভয় কুমার (হেড-ইউরোলজি, সার্জিক্যাল অনকোলজি, রোবোটিক সার্জারি, মেডিকা ক্যান্সার ইনস্টিটিউট, মেডিকা সুপারস্পেশাল্টি হসপিটাল)। এটিই ছিল মেডিকা সুপারস্পেশালটি হসপিটালের প্রথম রোবোটিক সার্জারি। গত ২ ফেব্রুয়ারির ওই সফল অপারেশনের পরদিনই রোগী ডিসচার্জ পাওয়ার মতো সুস্থ হয়ে ওঠেন। এই অপারেশনের জন্য যে বাড়তি ব্যয় হয়েছিল তা কোনও আর্থিক বোঝা হয়ে দাঁড়ায় নি, কারণ হাসপাতালে থাকতে হয়েছে খুবই কম সময়, ওষুধপত্র লেগেছে বেশ কম এবং রক্তের প্রয়োজনও হয় নি। এসব সত্ত্বেও সার্জারির পর নিশ্চিত সুস্থতা মিলেছে।

প্রসঙ্গত, মেডিকা সবসময়ই আধুনিক টেকনোলজিতে নির্ভর করে থাকে, যার ফলে রোগীদের হাসপাতালে থাকায় সময় ও ব্যয় কম হয়, আর সেইসঙ্গে অপেক্ষাকৃত উন্নত চিকিৎসার পাশাপাশি দ্রুত শারীরিক সুস্থতা ফিরে আসে। এইসব কারণে রোগীদের সুবিধার্থে মেডিকায় ফোর্থ জেনারেশন দা ভিঞ্চি এক্স সিস্টেম চালু করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *