আগামী ৫ নভেম্বর বিরাটের ৩৫তম জন্মদিনে ইডেন গার্ডেন্সের বাইশ গজে মুখোমুখি হতে চলেছে ভারত ও দক্ষিণ আফ্রিকা ।এমন প্রেক্ষাপটে রিজওয়ান বিরাটের জন্য প্রার্থনা করে বললেন, “বিরাটকে জন্মদিনের আগাম শুভেচ্ছা জানাই। যদিও আমি ব্যক্তিগত ভাবে জন্মদিন পালনে বিশ্বাসী নই।
তবে ঈশ্বরের কাছে আমার প্রার্থনা ৩৫তম জন্মদিনেই যেন বিরাট তাঁর ৪৯তম শতরান করতে পারেন। এবং এই বিশ্বকাপেই ৫০তম শতরান দেখতে চাই ওর ব্যাট থেকে”। অন্যদিকে বিরাটের জন্মদিন উপলক্ষে সিএবি-র তরফে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ম্যাচের আগে বিরাটের জন্য বিশেষ কেকের ব্যবস্থা করা হচ্ছে। সেই কেক কেটেই জন্মদিন উদযাপন করবেন বিরাট।
তবে প্রাথমিকভাবে এখানেই শেষ নয় ম্যাচের দিন গ্যালারিতে উপস্থিত সকল দর্শকদের জন্য থাকবে কোহলি মুখোশ। অর্থাৎ ইডেনে বিরাটের জন্মদিনে কোহলিময় হয়ে উঠবে গোটা নন্দনকানন।