আচমকাই অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলেন তিনি। অস্ট্রেলিয়ার টেস্ট ম্যাচের ধারাভাষ্য দিচ্ছিলেন তিনি। কিন্তু আচমকাই বুকে ব্যাথা অনুভব করেন সেই দেশের তথা বিশ্বের অন্যতম সেরা অধিনায়ক এবং ক্রিকেটার রিকি পন্টিং। দেরি না করে সঙ্গে সঙ্গে হাসপাতালে ভর্তি হয়েছেন।
অস্ট্রেলিয়া-ওয়েস্ট ইন্ডিজ টেস্টের তৃতীয় দিন চলছে আজ। জানা গিয়েছে, ম্যাচের মধ্যাহ্নভোজের কিছু আগে বুকে ব্যথা অনুভব করেন পন্টিং। সাময়িকভাবে কিছু মনে না হলেও সময় নষ্ট করেননি তিনি। মধ্যাহ্নভোজের পরেই ধারাভাষ্য ছেড়ে দিয়ে নিকটবর্তী হাসপাতালে গিয়ে ভর্তি হন অস্ট্রেলিয়ার প্রাক্তন বিশ্বকাপজয়ী অধিনায়ক। যদিও এই মুহূর্তের খবর, তিনি আপাতত সুস্থ আছেন এবং তাঁর স্বাস্থ্য স্থিতিশীল আছে।
সাম্প্রতিক সময়ে শেন ওয়ার্ন, অ্যান্ড্রু সাইমন্ডস এবং ডিন জোন্সের মতো ব্যক্তিত্বের মৃত্যু শোকাহত করেছিল গোটা বিশ্বকে। আচমকা হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় শেন ওয়ার্ন এবং ডিনের। গাড়ি দুর্ঘটনায় প্রয়াত হন সাইমন্ডস। এরপর আবার রিকি পন্টিংয়ের মতো এক তারকাকে নিয়ে হঠাৎ এই খবর নাড়িয়ে দিয়েছে অনেককেই।