বাঙালির রান্নাঘরের হাল হাকিকাত নিয়ে অবসরপ্রাপ্ত শিক্ষকের প্যারোডি সুরে গান

বঙ্গে রান্নাঘরের অবস্থা অগ্নিগর্ভ। কারণ বাজারে অর্থকরী ফসলের মূল্য ঊর্ধ্বমুখী। পাশাপাশি রান্না করতে হলে আদা,লঙ্কা,টমেটো রান্নাঘরে এক বিশেষ স্থান দখল করে।ইতিমধ্যেই বিভিন্ন বাজারে খোঁজখবর নিতে পুলিশ প্রশাসনের কর্তারা হাজির।কিন্তু যখন এই অর্থকরী ফসল বাজারে ঊর্ধ্বমুখী এই পরিস্থিতি দেখে অবসরপ্রাপ্ত শিক্ষক সচিতানন্দ ঘোষ, জলপাইগুড়ি শহরের বাসিন্দা,রান্নাঘরের বর্তমান পরিস্থিতি দেখে চটকদার গান লিখে ফেললেন। বর্তমানে কিছু মাসের জন্য উনি কলকাতায় আছেন। বাংলা পেরোডি গানের সুরে উনি বর্তমান বাজারের হালহাকীকত তুলে ধরেছেন।যেখানে আদা,লঙ্কা ও টমেটো বিশেষ স্থান পেয়েছেন। এই প্যারোডি গান করে বর্তমানে প্রত্যেকটি রান্নাঘরের সত্য উদঘাটন করার চেষ্টা করছেন এবং মানুষের মধ্যে আনন্দ প্রদান করে নিজেও আনন্দে মাতোয়ারা হয়েছেন। তিনি জানান আমি কোনো রাজনৈতিক দলের বক্তা নই।মানুষকে আনন্দ দেওয়াই আমার কাজ।তাই বর্তমান পরিস্থিতি দেখে, আমার এই গানটি লেখা এছাড়া আমার অন্য কোনো অভিসন্ধি নেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *