বাইসনের আতঙ্কে কোচবিহারের সাত মাইলের বাসিন্দারা

ফের সাত সকালে লোকালয়ে বাইসন চাঞ্চল্য ছড়ালো এলাকা জুড়ে!  জানা যায় কোচবিহারের সাত মাইলের বাঘমারা অঞ্চলের গিরিয়ার কুঠি গ্রামে সকাল থেকে একটি বাইসন তান্ডব চলিয়ে বেড়াচ্ছে।

যার দরুন চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকা জুড়ে। বাইসন দেখে আতঙ্কিত হয়ে পড়ে ওই এলাকার বাসিন্দারা। খবর দেওয়া হয় বনদপ্তর ও পুলিশে। খবর পেয়ে  ছুটে আসে বন দপ্তরের কর্মীরা ও পুলিশ।

জানা যায় যে, এখনো পর্যন্ত কোন ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। বাইসনটিকে এখনো পর্যন্ত  আয়ত্বে আনতে পারেনি বন দপ্তরের কর্মীরা। বাইসন ধরতে তৎপর বনকর্মীরা।