দেখলে মনে হতেই পারে যেন পাহাড়ের ঝরনা সমতলে। লাগাতার ভারী বৃষ্টি, চরম দুর্ভোগ বাসিন্দাদের। জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ ব্লকের শিকারপুর অঞ্চলের রাজমাতা বাড়ি গ্রামে রয়েছে রেলওয়ে আন্ডার পাস। প্রতি বছরের ন্যায় নিয়মিতভাবে এবারও বর্ষায় রাস্তা দিয়ে চলাচলের অযোগ্য হয়ে উঠেছে, রাস্তা যেন নদীতে পরিণত হয়েছে। বহুবার রেলওয়ে আধিকারিককে লিখিত জানিয়েও কিন্তু এই রাস্তায় কোন কাজ করা হয়নি, নিকাশি ব্যবস্থা বলতে রয়েছে ছোট্ট একটি ড্রেন। কিন্তু এই রাস্তায় জল আসে বহুদূর থেকে, নিকাশি ব্যবস্থা সংরক্ষণ না করায় এলাকা দিয়ে চলাচলের অযোগ্য হয়ে উঠেছে। বেশ কিছু গ্রাম রয়েছে যে গ্রামের যোগাযোগ পর্যন্ত বন্ধ হয়ে যেতে চলেছে এই রাস্তার জন্য।