ডিআরএমকে দাবিপত্র পাঠালো দিনহাটা স্টেশন পাড়ার বাসিন্দারা

অমৃত ভারত প্রকল্পের অধীনে দিনহাটা রেলস্টেশনের আধুনিকীকরণের কাজ অতি শীঘ্রই শুরু হচ্ছে। এই আধুনিকীকরণের জন্য রেলস্টেশনের পূর্ব ও পশ্চিম দিকের দুটি রাস্তা বন্ধ করে দেওয়া হচ্ছে। সেই রাস্তার দু’টি চালু রাখার দাবিতে আলিপুরদুয়ারস্থ রেলওয়ে ডিভিশনাল ম্যানেজার অর্থাৎ ডিআরএমকে দাবিপত্র পাঠালো দিনহাটা স্টেশন পাড়া সহ আশপাশ এলাকার বাসিন্দারা।এলাকার বাসিন্দারা সম্মিলিতভাবে দিনহাটা রেলস্টেশনে এসে স্টেশন মাস্টারের মাধ্যমে এই দাবিপত্র পাঠায়।
দাবিপত্র পাঠানোর সময় দিনহাটা রেলস্টেশন চত্বরে এলাকার বাসিন্দা নৃপেন দেবনাথ, হিমাংশু দাস প্রমুখরা বলেন, অমৃত ভারত প্রকল্পের অধীনে দিনহাটা রেলস্টেশন সংস্কারের কাজ অতি শীঘ্রই শুরু হবে। আমরা জানতে পেরেছি এই সংস্কারের সময় সাহেবগঞ্জ রোডের রেলগেট থেকে ভাংনি রোড পর্যন্ত যে রাস্তাটি এবং স্টেশনের পশ্চিম দিকের রাস্তাটি বন্ধ করে দেওয়া হবে। রাস্তাগুলি বন্ধ করা হলে একটা বিশাল এলাকার মানুষ প্রচন্ড সমস্যার মধ্যে পড়বেন। এখানে রয়েছে বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান, স্বাস্থ্য কেন্দ্র, বাজার। কাজেই নানা কারণে এলাকার বাসিন্দাদের এই রেল স্টেশন চত্বর পেরিয়ে যাতায়াত করতে হয়। কাজেই বাসিন্দাদের দাবি রাস্তাগুলি বন্ধ না করে যাতে স্টেশন সংস্কারের কাজ সম্পন্ন করা যায়।
এদিন দিনহাটা রেলওয়ে স্টেশন মাস্টারের হাতে দাবি পত্র তুলে দেবার সময় বাসিন্দাদের সঙ্গে স্টেশন মাস্টারের সমস্যাগুলি নিয়ে দীর্ঘ সময় আলোচনা হয়। দাবিপত্রটি সংশ্লিষ্ট আধিকারিকের কাছে পাঠানো হবে বলে স্টেশন মাস্টার এলাকার বাসিন্দাদের জানিয়েছেন।
প্রসঙ্গত উল্লেখ্য, অমৃত ভারত প্রকল্পের অধীন সারা দেশে পাঁচ’শর বেশি রেল স্টেশনের আধুনিকীকরণের কাজ শুরু হতে চলেছে। তার মধ্যে কোচবিহার জেলার একমাত্র দিনহাটা রেল স্টেশন আধুনিকীকরণের জন্য নির্ধারণ করেছে রেল দপ্তর। ইতিমধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রকল্পগুলির ভার্চুয়াল উদ্বোধন করেছেন। জানা গিয়েছে, অতি শীঘ্রই দিনহাটা রেলস্টেশনের আধুনিকীকরণের কাজ শুরু হবে। এখনো পর্যন্ত যারা রেলের জমি বেদখল করে রয়েছেন তাদের মৌখিকভাবে সরে যেতে নির্দেশ দিয়েছে রেল দপ্তর এমনটাই জানা গিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *