বাড়ির ভেতরে জল ঢুকে যাওয়ায় পথ অবরোধ এলাকার বাসিন্দাদের। জলপাইগুড়ি সদর ব্লকের পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতের অধীন সঞ্জয় নগর কলোনি এলাকার বহু বাড়িতে এলাকার ড্রেন পরিষ্কার না করার দরুন জল ওভার ফ্লো হয়ে বাড়িতে এবং ঘরে ঢুকে যাওয়ায় সকাল থেকে রান্না বন্ধ। চরম দুর্ভোগে এলাকার বাসিন্দারা। বাধ্য হয়ে জলপাইগুড়ি ইঞ্জিনিয়ারিং কলেজ মোড় থেকে মাসকলাইবাড়ি যাওয়ার রাস্তা অবরোধ করেন এলাকাবাসীরা। ঘটনাস্থলে পৌঁছান পুলিশ এবং পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতের প্রধান অনিতা রায়ুত। এরই পাশাপাশি জলপাইগুড়ি পৌরসভার বেশ কয়েকটি ওয়ার্ড জলমগ্ন। পুরসভার ২৫ নম্বর ওয়ার্ড পরেশ মিত্র কলোনী, করলা নদী সংলগ্ন এলাকায় জল ঢুকে যাওয়ায় সমস্যায় বাসিন্দারা। সকাল থেকে এলাকা পরিদর্শনে কাউন্সিলর পৌষালী দাস।
২৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পৌষালী দাস জানান, জল ও শুকনো খাবারের পাশাপাশি কমিউনিটি হলে ফ্ল্যাট সেন্টার খুলে দেয়া হয়েছে।