দেশের করোনা সংক্রমণে স্বস্তি

দেশে আরো কিছুটা নামলো করোনা সংক্রমণের গ্রাফ। কিছুটা হলেও মিলল স্বস্তি। শনিবার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে ৩৩ হাজার ৩৭৬ জন করোনা আক্রান্ত হয়েছেন। দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হল ৩ কোটি ৩২ লক্ষ ৮ হাজার ৩৩০ জন। প্রাণ হারিয়েছেন ৩০৮ জন। মোট করোনা বলি ৪ লক্ষ ৪২ হাজার ৩১৭ জন। তবে, চিন্তা বাড়াচ্ছে ঊর্ধ্বমুখী অ্যাকটিভ কেসের সংখ্যা। এখনও পর্যন্ত দেশে ৩ কোটি ২৩ লক্ষ ৭৪ হাজার ৪৯৭ জন করোনা থেকে মুক্ত হয়েছেন। স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্ট বলছে, বর্তমানে ভারতে করোনায় চিকিৎসাধীন রোগীর সংখ্যা ৩ লক্ষ ৯১ হাজার ৫১৬ জন। দেশে এখনও পর্যন্ত মোট জনসংখ্যার ৫৮ শতাংশেরও বেশি মানুষ টিকার প্রথম ডোজ পেয়ে গিয়েছেন। ১৮ শতাংশের বেশি নাগরিকের দু’টি ডোজই সম্পন্ন। ৭৩ কোটি ৫ লক্ষেরও বেশি মানুষ এখন ভ্যাকসিনের আওতায়।

সেপ্টেম্বর-অক্টোবরেই দেশজুড়ে আছড়ে পড়তে পারে করোনার তৃতীয় ঢেউ। এমন আশঙ্কার কথা আগেই শুনিয়ে রেখেছেন বিশেষজ্ঞরা। আর তা মোকাবিলায় আগেভাগেই কোমর বেঁধেছে প্রশাসন। শুক্রবার উচ্চপর্যায়ের জরুরি বৈঠকেও বসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। যেখানে আরও টিকাকরণে জোর দেওয়ার কথা বলা হয়েছে। বর্তমানে দেশে দৈনিক সংক্রমণ তুলনামূলক নিয়ন্ত্রণে থাকলেও ভাইরাস নিয়ে কোনওরকম ঝুঁকি নিতে চাইছে না কেন্দ্র।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *