বিগত বেশ কিছু বছর ধরে বিভিন্ন সময় একের পর এক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় হয়েছে পশ্চিমবঙ্গ। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতেই এবার মনে করা হচ্ছে খুব শীঘ্রই প্রাথমিকের আটকে থাকা নিয়োগের জট খুলতে চলেছে।
সম্প্রতি শিক্ষা দপ্তরের তরফে একটি নোটিশ জারি করে বলা হয়েছে খুব শীঘ্রই নিয়োগ হতে চলেছে রাজ্যের প্রাথমিক বিদ্যালয়গুলিতে। প্রাথমিক শিক্ষা দফতরের এই বিজ্ঞপ্তির মাধ্যমে শিক্ষক পদে নিয়োগের প্রক্রিয়া শুরু হয়ে গেল।
বলা হয়েছে, ২০২২ সালের যে নিয়োগ প্রক্রিয়ার আয়োজন করা হয়েছিল তার উপর ভিত্তি করে ইতিমধ্যেই জেলাওয়ারী প্যানেল লিস্ট প্রকাশ করা হয়েছে। সেই লিস্ট অনুযায়ীই শিক্ষক শিক্ষিকাদের নিয়োগ করা হবে। বলা হয়েছে নির্দিষ্ট তালিকাভুক্ত চাকরিপ্রার্থীদের পছন্দমত জেলায় গিয়ে জেলা শিক্ষা অধিকর্তার সঙ্গে যোগাযোগ করতে।