ঝুঝারপুড়িয়ানী কালী পূজায় মাতে রাজবংশী সম্প্রদায়, দেবীকে কাঁধে তুলে ঘোরানো হয় গোটা গ্রাম

উওর দিনাজপুর জেলা করণদিঘী ব্লকের ৪০০ বছরের পুরোনো ঐতিহ্যবাহী ঝুঝারপুড়িয়ানী কালী পূজায় মেতে উঠলো রাজবংশী সম্প্রদায়ের লোকজন সহ এলাকার লোকজন।

স্থানীয় লোকজন বলেন, এই কালী পূজা শুরু করছিলেন পূণিয়া রাজা পৃথ্বী রাজ চোধুরী। রাজার আমল থেকেই ঝুঝারপুড়িয়ানী কালী পূজো হয়ে আসছে। রাজার আমল চলে যাওয়ার পড়ে রাজা পৃথ্বীরাজ চোধুরী কালী পূজো রাজবংশী সম্প্রদায় সুশীল সিংহের বংশধরকে দিয়ে যান।

কালী পূজোর রাতেই ঝুঝার পুর গ্ৰামে কালী পূজো হয়। এরপর ভোর বেলা ভক্তরা কাঁধে তুলে মা কালীকে নিয়ে গোটা গ্রাম ঘোরানোর পর ডুমারাডাঙ্গি নিজ স্থানে রেখে দেন। তবে এই কালী মায়ের নিদিষ্ট কোনো রাস্তা নেই। ধানের জমি থেকে শুরু করে খাল বিল মধ্যে দিয়েই নিয়ে যাওয়া হয়। সকাল বেলা মা কালীর এই পূজো দেখতে কয়েকহাজার লোকজন উপস্থিত হয়। অনেকেই পাঠাবলি সহ সারাদিন পূজো করেন, এবং সারাদিন মেলা হয়ে সন্ধ্যায় বিসর্জন হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *