এই মুহূর্তে খানিকটা অবস্তির মধ্যে দিয়েই যাচ্ছে রাজ্যের শাসক শিবির৷ সম্প্রতি দুর্নীতির অভিযোগে অভিযুক্ত হয়ে জেল হেফাজতে রয়েছেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ও হেভি ওয়েট নেতা অনুব্রত মণ্ডল। এই পরিস্থিতিতেই প্রকাশ্যে এসেছে আরও এক দুর্নীতি। চিটফান্ড-কাণ্ডে গ্রেফতার হালিশহরের পুরপ্রধান রাজু সাহানি।
রাজু সাহানিকে গ্রেফতারের পরের দিনই চিটফান্ড-কাণ্ডে বীজপুরের তৃণমূল বিধায়ক সুবোধ অধিকারীর বাড়িতে হানা দেয় সিবিআই৷ তল্লাশি চালিয়ে একাধিক গুরুত্বপূর্ণ নথি নিয়ে গিয়েছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা৷ এমনটাই জানালেন খোদ সুবোধের স্ত্রী রিঙ্কু অধিকারী।
চিটফান্ড কাণ্ডের তদন্তে নেমে সুবোধের তিনটি ফ্ল্যাটে তল্লাশি চালায় কেন্দ্রীয় গোয়েন্দারা৷ রিঙ্কু জানিয়েছেন, পাইকপাড়ার ফ্ল্যাটে তল্লাশি চালিয়ে সুবোধের ব্যাঙ্কের গুরুত্বপূর্ণ নথি এবং এলআইসি-র কাগজপত্র নিয়ে গিয়েছেন সিবিআই আধিকারিকরা। সুবোধের পাসপোর্টের নম্বরও সংগ্রহ করেছেন তাঁরা৷
সুবোধের পাইকপাড়ার ফ্ল্যাটে ছিলেন কেন্দ্রীয় অফিসাররা। সূত্রের খবর, চিটফান্ড কাণ্ডে ধৃত রাজু সাহানির সঙ্গে সুবোধ অধিকারীর ব্যবসায়িক যোগ খুঁজে পেয়েছেন তাঁরা। সেই সংক্রান্ত নথিও হাতে এসেছে অফিসারদের৷ উল্লেখ্য, গত সপ্তাহের শনিবারই গ্রেফতার হয়েছেন রাজু৷
হালিশহর স্টেশন রোডের উপর ‘মঙ্গলদীপ ভবন’ নামে একটি বাড়ি রয়েছে বীজপুরের বিধায়কের৷ সানমার্গ চিটফান্ড-কাণ্ডের তদন্তে নেমে রবিবার সকালেই সেখানে পৌঁছে যান তদন্তকারীরা। পাশাপাশি সিবিআই হানা দেয় সুবোধের ভাই তথা কাঁচরাপাড়া পুরসভার পুরপ্রধান কমল অধিকারীর বাড়িতেও।