সম্প্রতি ঘটে যাওয়া সংঘর্ষ নিয়ে আশ্বাস দিলেন রাজনাথ

বরাবরই তিক্ততার সম্পর্ক চীন ও ভারতের। ২০২০ সালে পূর্ব লাদাখের গালওয়ান উপত্যকায় সংঘর্ষ চলছিল ভারত ও চিনের মধ্যে। দেশ রক্ষায় শহিদ হয়েছিলেন ২০ জন ভারতীয় সেনা। সেই ঘটনার রেশ এবং পরবর্তী স্থিতি এখনও পুরোপুরো স্বাভাবিক হয়নি। এরই মধ্যে ফের একবার সীমান্তে ভারত-চিন সংঘর্ষ হয়েছে। খবর অনুযায়ী, গত ৯ ডিসেম্বর অরুণাচল প্রদেশের তাওয়াং সীমান্তে এই ঘটনা ঘটেছে। এই নিয়ে এদিন সংসদ উত্তাল হয়। বিরোধীদের পক্ষ থেকে এই সংক্রান্ত বিষয়ে জবাব চাওয়া হয়।

সেই প্রেক্ষিতেই সংসদে বিবৃতি পেশ করেছেন দেশের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। তিনি জানান, ভারতীয় সেনার কোনও জওয়ান শহিদ বা গুরুতর জখম হননি। কিন্তু কী কারণে এই সংঘর্ষ, সেটাও স্পষ্ট করেন তিনি। সংসদে প্রতিরক্ষামন্ত্রীর বক্তব্য, সীমান্তে নতুন করে উত্তেজনা সৃষ্টি করতে উদ্যত হয়েছিল চিনের সেনাবাহিনী। কিন্তু ভারতীয় সামরিক বাহিনীর সময়মতো হস্তক্ষেপের কারণে তারা ব্যর্থ হয়। পিএলএ সৈন্যরা তাদের জায়গায় ফিরে যায়।

কিন্তু এই ঘটনায় কোনও ভারতীয় সেনা শহিদ হননি, বা কেউই গুরুতর জখম হননি। রাজনাথ সিং এও জানিয়েছেন, ঘটনার পরে এলাকার স্থানীয় কমান্ডাররা চিনের আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন এবং বিষয়টি নিয়ে আলোচনা করেন। তাঁদের স্পষ্ট বলা হয়েছে যাতে তারা সীমান্তে শান্তি বজায় রাখে এবং এই ধরনের ঘটনা না ঘটায়। প্রতিরক্ষামন্ত্রীর আশ্বাস, সীমান্ত একদম সুরক্ষিত আছে এবং এই নিয়ে ভারতবাসীর চিন্তার কোনও জায়গা নেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *