বিগত বেশ কিছুদিন ধরে ক্রমাগত বদলাচ্ছে রাজ্যের আবহাওয়া। কখনো বৃষ্টি কখনো রোদ ঝলমল করেছে। বাড়তে থাকা নাজেহাল করা গরমের মাঝেই আবার ঝড় সহ বৃষ্টিপাত। এই পরিস্থিতিতে আলিপুর আবহাওয়া অফিসের পূর্বাভাস, আগামী চার-পাঁচ দিন গোটা রাজ্যেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।
উপকূল সংলগ্ন জেলাগুলিতে বেশি পরিমাণে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। জোড়া নিম্নচাপের জেরে দক্ষিণবঙ্গের একাধিক জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। বৃষ্টির সম্ভাবনা থাকলেও আগামী তিন দিন আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে। আবহাওয়া দফতর জানিয়েছে, ২৭ জুলাই বৃহস্পতিবার থেকে বৃষ্টির পরিমান সামান্য বাড়তে পারে।
আবহাওয়া দফতর সূত্রে খবর, বৃষ্টির পাশাপাশি দক্ষিণবঙ্গের কোনও কোনও জায়গায় বজ্রবিদ্যুত সহ বৃষ্টিও হতে পারে। তবে গোটা সপ্তাহে দক্ষিণের পুরুলিয়া জেলাতে প্রবল ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ওদিকে আগামিকাল, থেকে বৃষ্টির পরিমাণ কমবে উত্তরবঙ্গেও।