শনিবার সকাল থেকেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত উত্তরবঙ্গে

শনিবার সকাল থেকেই বৃষ্টি শুরু হয়েছে জলপাইগুড়ি জেলা শহর‌ সহ পার্শ্ববর্তী এলাকায়। এর ফলে গত কয়েকদিনের তীব্র গরমের পর আবহাওয়া অনেকটাই শীতল হয়েছে।

গত চারদিন আগেও তাপমাত্রা ৪১ ডিগ্রিতে পৌঁছে গিয়েছিল। তবে শনিবার হঠাৎ করে তাপমাত্রা ২৮ ডিগ্রিতে নেমে এসেছে। উত্তরবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে।

সেই অনুযায়ী সকাল থেকে জলপাইগুড়িতে মেঘলা আকাশ রয়েছে। জেলা জুড়ে বিক্ষিপ্তভাবে বৃষ্টি শুরু হয়েছে। এজন্য কিছুটা শীতল আবহাওয়া রয়েছে জলপাইগুড়ি শহর জুড়ে।