তীব্র দাবদাহের পর বৃষ্টিতে স্বস্তি উত্তরবঙ্গবাসী  

চারিদিকে অন্ধকার নেমে এসেছে। ঠান্ডা আবহাওয়া, শীতের আমেজ জেলা জুড়ে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী উত্তরের জলপাইগুড়ি জেলা জুড়ে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি শুরু হয়েছে।

বৃহস্পতিবার ভোররা থেকেই মেঘলা আকাশ, মেঘের গর্জন, বজে বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি জলপাইগুড়ি জেলা জুড়ে। ঠান্ডা আবহাওয়া। অন্যান্য দিনের তুলনায় এদিন এই সময় রাস্তায় মানুষজন অনেকটাই কম লক্ষ্য করা যায়। বজ্রবিদদের সহ বৃষ্টির কারণে রাস্তায় যান চলাচল ধীরগতিতে। তবে কয়েকদিনের তীব্র দাবদাহের পর বৃষ্টিতে স্বস্তি জেলা বাসির।