রেল যাত্রীদের কথা মাথায় রেখে বড় সুখবর রেল কতৃপক্ষের তরফে। রেল পরিষেবাকে ভারতের লাইফলাইন বলা হয়ে থাকে। নতুন পদক্ষেপ রেল কতৃপক্ষের তরফে। শ্রাবণী মেলা উপলক্ষ্যে শ্রাবণ মাস জুড়ে তারকেশ্বরে ভিড় জমান লাখ লাখ পুণ্যার্থী।
তাদের কথা চিন্তা করে বড় উদ্যোগ নিল রেল। তারকেশ্বরের শ্রাবণী মেলা উপলক্ষ্যে দূর দূরান্ত থেকে এখানে মানুষ ছুটে আসেন শ্রাবণ মাস জুড়ে। লক্ষ লক্ষ পুণ্যার্থীর এখন গন্তব্য তারকেশ্বর। শ্রাবণী মেলা উপলক্ষ্যে বিপুল পরিমাণ ভিড় হচ্ছে লোকাল ট্রেনগুলিতে।
এই আবহে পূর্ব রেল সিদ্ধান্ত নিয়েছে অতিরিক্ত ট্রেন চালানোর। জানা যাচ্ছে, পূর্ব রেল তারকেশ্বর লাইনে ৮ জোড়া অতিরিক্ত ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে। পূর্ব রেল সিদ্ধান্ত নিয়েছে শ্রাবণী মেলা উপলক্ষ্যে তারকেশ্বর লাইনে ৮ জোড়া অতিরিক্ত ট্রেন চালানো হবে।