বিগত বেশ কিছু মাস ধরে একটানা রাজ্য জুড়ে ডিএ নিয়ে বিক্ষোভ চলছে, এই ইস্যুতে দায়ের হয়েছে মামলাও৷ যদিও বাংলা সরকার তাদের অনুকূলে এখনও পর্যন্ত কিছু ঘোষণা করেনি। এই পরিস্থিতিতে কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতার দাবিতে রাজ্য সরকারি কর্মচারীদের একাংশ কর্মবিরতির ডাক দিয়েছে। রাজ্যের সব জেলাতেই অফিসে কর্মচারীরা উপস্থিত থাকলেও পালন করছেন কর্মবিরতি।
এখন অনেক সরকারি কর্মচারীর মনে প্রশ্ন আজ ও আগামীকাল কর্মবিরতি পালন করলে কি কাটা যাবে দুই দিনের বেতন? জানা গেছে, হাজিরা খাতায় সই করার পর কাজ না করলে ব্যবস্থা গ্রহণের কথা জানায়নি নবান্ন। তবে চেষ্টা চালানো হচ্ছে এই দুই দিন যাতে সরকারি অফিসগুলিতে স্বাভাবিকভাবে কাজ চালানো যায়।
সংগ্রামী যৌথ মঞ্চের নেতারা দাবি করেছেন, কর্মবিরতি কর্মীদের অধিকার। কর্মীদের বিরুদ্ধে সরকার ব্যবস্থা গ্রহণ করতে পারবে না কারণ কোনও নির্দেশিকা জারি করা হয়নি। তাই সরকার কর্মীদের বেতন কাটতে পারবে না।