আউটডোরের তথ্য জানতে মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে কিউআর স্ক্যান পরিষেবা চালু হল

মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে কিউআর স্ক্যান পরিষেবা ইতিমধ্যে চালু হয়েছে।মেডিক্যাল কলেজে হাসপাতাল ভবনের বিভিন্ন প্রান্তে এই স্ক্যানার কিউআর কোড লাগানো হয়েছে। এন্ড্রয়েড ফোনের মাধ্যমে  স্ক্যান করলেই মেডিক্যাল কলেজ হাসপাতালে আউটডোরের তথ্য বেরিয়ে আসবে। সেখানেই বহির্বিভাগে চিকিৎসা করানোর যাবতীয় আবেদন করা যাবে। রোগীর নাম ঠিকানা সহ বেশ কিছু তথ্য দিয়ে অনলাইনে আবেদন করলেই বেরিয়ে আসবে টোকন। টোকন নম্বর নিয়ে বর্হিবিভাগের গিয়ে স্বাস্থ্য কর্মীদের কাছে নাম নথিভুক্ত করতে হবে। তারপরেই মিলবে চিকিৎসা করার সুযোগ।এই পরিষেবা চালু হওয়ার ফলে জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা রোগীদের দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হবে না লম্বা লাইনে। মোবাইলের মাধ্যমে নিজেরা সমস্ত কিছু করতে পারবেন। মিলবে চিকিৎসা পরিষেবা। মালদহ মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, নতুন এই কিউবার  স্ক্যানার সিস্টেম চালু করার মূল উদ্দেশ্য বহির্বিভাগে ভিড় কমানো। পাশাপাশি রোগীরা যেন সহজেই পরিষেবা পেয়ে যায়, সেই লক্ষ্যে এমন উদ্যোগ। বর্হি বিভাগে চিকিৎসা করাতে আসলেও লম্বা লাইনে দাঁড়িয়ে অনেক সময় সমস্যার সম্মুখীন হতে হয় রোগী ও তার আত্মীয়দের। এতদিন ঘন্টার পর ঘন্টা লম্বা লাইনে দাঁড়িয়ে থাকতে হয়েছে। এই পরিষেবা চালু হওয়ায় রোগীদের আর লম্বা লাইনে দাঁড়াতে হচ্ছে না। গত তিনদিন ধরে মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে এই পরিষেবা চালু রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *