আরো কঠোর মনোভাবের পরিচয় দিলেন পুতিন

চলতি বছরের শুরুর দিকে সূত্রপাত ঘটেছিল রাশিয়া ইউক্রেন যুদ্ধের৷ বছর ঘুরে শেষ হতে চললেও যুদ্ধ চলছে অবিরাম গতিতে৷ যুদ্ধের আগুনে তপ্ত হয়ে আরও কঠিন ইউক্রেন৷ রুশ সেনাবাহিনীর সামনে কঠোর প্রতিরোধ গড়ে তুলেছে জেলেনস্কির বাহিনী৷ পাল্টা আক্রমণে বেশ কিছুটা পিছু হঠতে বাধ্য হয়েছে পুতিনের সেনা৷

এমতাবস্থায় ইউক্রেনকে রুখতে সের্গেই সুরোভিকিনের হাতে দায়িত্ব সঁপলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। যুদ্ধক্ষেত্রে কঠোর মানসিকতার জন্য পরিচিত সের্গেই৷ এর আগে সাফল্যের সঙ্গে চেচনিয়া, তাজিকিস্তানে কাজ করেছেন তিনি। সিরিয়ায় আইএসের বিরুদ্ধে যুদ্ধ পরিচালনার অভিজ্ঞতাও রয়েছে তাঁর।

১৯৬৬ সালে সাইবেরিয়ার নোভোসিবির্স্ক শহরে জন্ম হয় সের্গেই সুরোভিকিনের। গত জুন মাসে তাঁকে রাশিয়ার সাদার্ন মিলিটারি গ্রুপিংয়ের প্রধান করা হয়। প্রসঙ্গত, রুশ বাহিনীর এই অংশই ইউক্রেনে অভিযান চালাচ্ছে।

‘খতরনাক’ সের্গেইকে ‘হিরো অফ রাশিয়া’ উপাধি দেওয়া হয়েছে৷ পাশাপাশি ২০১৭ সালে সিরিয়ায় রুশ বাহিনীর ‘এরোস্পেস ফোর্স’-এর প্রধান হিসাবে অসাধারণ কাজের জন্য বিশেষ মেডেলও দেওয়া হয় তাঁকে৷ সের্গেইয়ের খ্যাতি তাঁর চরম কঠোর মানসিকতার জন্য। রুশ সেনাবাহিনীর অনেকেই তাঁকে ভালোবেসে ‘নিষ্ঠুর’ বলে অভিহিত করেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *