সম্প্রতি সমাপ্ত হয়েছে চলতি বছরের দূর্গা পূজার মরশুম। আবার অপেক্ষা গত একটা বছরের। আবার সেই গতানুগতিক জীবনে ফিরে যেতে হবে সাধারণ মানুষকে। সেই কাজ, রোজকারের জীবন। তবে এরই মাঝে একটা সুখবর পরের বছরের দুর্গাপুজোর জন্য পাক্কা ১ বছর অপেক্ষা করতে হবে না।
২০২৪ সালে মহালয়া পড়েছে ২ অক্টোবর, গান্ধী জয়ন্তীর দিন। লক্ষ্মীপুজো পড়েছে ১ নভেম্বর। হিসাব করলে আগামী বছরের দুর্গাপুজো যে সময়ে পড়েছে তা চলতি বছরের তুলনায় ১ বছরের কম সময়ের মধ্যে।
কারণ পরের বছর নির্ঘণ্ট অনুসারে, ৮ অক্টোবর, মঙ্গলবার – পঞ্চমী, ৯ অক্টোবর, বুধবার – ষষ্ঠী, ১০ অক্টোবর, বৃহস্পতিবার – সপ্তমী, ১১ অক্টোবর, শুক্রবার – অষ্টমী, ১২ অক্টোবর, শনিবার – নবমী, ১৩ অক্টোবর, রবিবার – দশমী। কিন্তু আগামী বছর পুজো এমন সময় পড়েছে যখন বৃষ্টি হওয়ার সম্ভাবনা প্রবল।