কেন্দ্র সরকারের তরফে ঘোষিত নতুন প্রকল্প, অগ্নিপথের ঘোষণার পর থেকে শুরু বিক্ষোভের

কেন্দ্র সরকারের তরফে ঘোষণার পর থেকে শুরু বিক্ষোভ৷ ‘অগ্নিপথ’- এর প্রতিবাদে আরও জোরাল বিক্ষোভের আগুন৷ শুক্রবার সকালে বিহারে ফের ট্রেনে অগ্নিসংযোগ করলেন আন্দোলনকারীরা। কেন্দ্রীয় সরকারের চুক্তিভিত্তিক সেনা নিয়োগ প্রকল্প ‘অগ্নিপথ’-এর বিরোধিতায় জম্মু-তাওয়াই এক্সপ্রেসের কামরায় আগুন ধরিয়ে দেওয়া হয়। দুটি কামরা আগুনে সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গিয়েছে বলে খবর।

রেল সূত্রে জানা গিয়েছে, শুক্রবার সকালে বিহারের মহিউদ্দিননগর স্টেশনে বিক্ষোভ শুরু করে প্রতিবাদীরা। সেই সময় স্টেশনে দাঁড়িয়ে ছিল জম্মু-তাওয়াই এক্সপ্রেস। উন্মত্ত জনতা ট্রেনের কামরায় আগুন ধরিয়ে দেয়৷ বালিয়া জেলাতেও একের পর এক রেল স্টেশনে ঢুকে তাণ্ডব চালায় প্রতিবাদীরা। বিভিন্ন জায়গায় দফায় দফায় পুলিশ এবং আন্দোলনকারীদের মধ্যে খণ্ডযুদ্ধ বাধে।

অগ্নিপথ প্রকল্প ঘোষণা হওয়ার পর বুধবার থেকেই বিহারের গয়া, পটনা, মুজফফ্‌রপুর-সহ একাধিক জায়গায় চাকরিপ্রার্থীরা রেললাইন অবরোধ করতে শুরু করে৷ বৃহস্পতিবার উত্তেজনা চরমে ওঠে। বক্সার, নওয়াদা, ছপরা, বেগুসরাই, আরা, মুঙ্গের, জেহানাবাদের মতো এলাকায় ব্যাপক বিক্ষোভ শুরু হয়। রেলের পাশাপাশি অবরোধ করা হয় জাতীয় সড়ক। টায়ার জ্বালানো থেকে পাথর ছোড়া, গাড়ি ও ট্রেন ভাঙচুর করা হয়৷ একইরকম পরিস্থিতি উত্তরপ্রদেশেও। 

প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং জানান, এই প্রকল্পে সাড়ে ১৭ থেকে ২১ বছরের তরুণ-তরুণীরা চার বছরের জন্য মাসিক ৩০ থেকে ৪৫ হাজার টাকার চুক্তির ভিত্তিতে সশস্ত্র বাহিনীর তিন শাখায় (স্থল, নৌ এবং বায়ুসেনা) নিয়োগ করা হবে৷ এর পরেই শুরু হয় বিক্ষোভ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *