আলিপুরদুয়ার : বকেয়া বেতন এবং অন্যান্য সুযোগ-সুবিধা না পাওয়ার প্রতিবাদে উত্তাল ডিমডিমা চা বাগান। সোমবার চা বাগানের শতাধিক শ্রমিক আন্দোলনে শামিল হয়ে বিক্ষোভ দেখান। তাঁদের দাবি, দীর্ঘদিন ধরে বকেয়া মজুরি আটকে থাকায় পরিবার চালাতে সমস্যায় পড়ছেন তাঁরা।
শুধু তাই নয়, ছুটির টাকা, অবসরপ্রাপ্ত কর্মীদের প্রাপ্য অর্থ, এমনকি কাজের জন্য প্রয়োজনীয় সামগ্রীও মিলছে না বলে অভিযোগ উঠেছে। শ্রমিকদের একাংশের বক্তব্য, কর্তৃপক্ষের গাফিলতির জন্য শ্রমিকরা আজ চরম সংকটে। অবসরপ্রাপ্ত কর্মীদের অনেকেই তাঁদের প্রাপ্য টাকা না পেয়ে অন্যত্র কাজ করতে বাধ্য হচ্ছেন, যা অবিচারের শামিল।
বকেয়া অর্থ না মেটালে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা। শ্রমিকদের এই আন্দোলন ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। এখনো পর্যন্ত বাগান কর্তৃপক্ষের কোনো প্রতিক্রিয়া মেলেনি। তবে শ্রমিকদের আন্দোলন দীর্ঘস্থায়ী হলে বাগান পরিচালনায় সমস্যা দেখা দিতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।