বিক্ষোভ চলছে মেডিক্যাল কলেজ জুড়ে

নিজেদের দাবিকে মান্যতা দিতে চালাচ্ছে বিক্ষোভ। ছাত্র সংসদ ভোটের দাবিতে রাতভর ঘেরাও চলল কলকাতা মেডিক্যাল কলেজে। কলেজের অধ্যক্ষ, এমএসভিপি এবং নার্সিং সুপারদের আটক করে রেখেছেন কলেজ পড়ুয়ারা। নিজেদের দাবিতে অনড় আন্দোলনকারীরা। এদিকে, পাল্টা বিক্ষোভে শামিল হয়েছেন হাসপাতালের নার্সরা। নার্সিং সুপারকে ছাড়ার দাবিতে অধ্যক্ষের ঘরের সামনে ভিড় করেছেন হাসপাতালে কর্মরত নার্সরাও। আন্দোলনরত এক নার্স বলেন, ‘‘আমাদের ম্যাডামকে ছেড়ে দিন। আমাদের আর কোনও বক্তব্য নেই।’’

এদিকে মেডিক্যাল কলেজের মতো হাসপাতালে আন্দোলনের জেরে বিপাকে পড়েছেন সাধারণ মানুষ। প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে আদালতে মামলা দায়ের করা হল। রোগীদের পুলিশি নিরাপত্তার দাবি তুলে এক রোগীর আত্মীয় কলকাতা হাইকোর্টে এই মামলা দায়ের করেছেন। আজ, অর্থাৎ বুধবার বিচারপতি রাজাশেখর মান্থার এজলাসে এই মামলার শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে৷

এদিকে ডাক্তারি পড়ুয়াদের বক্তব্য, ২২ ডিসেম্বর ছাত্র সংসদ নির্বাচনের দিন ঘোষণা করা হয়েছিল। সোমবার হঠাৎই নির্বাচন স্থগিত বলে ঘোষণা করা হয়। আন্দোলনকারীদের অভিযোগ, বাইরের রাজনৈতিক দলের প্রভাব খাটাতেই বারবার করে ছাত্র সংসদের নির্বাচন স্থগিত করা হচ্ছে। ভোট না হলে ঘেরাও আন্দোলন তোলা হবে না বলেও হুঁশিয়ারিও দেন পড়ুয়ারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *