কেন্দ্র ও রাজ্য সরকারের জনবিরোধী নীতির প্রতিবাদে শ্রমিক সংগঠনগুলির বিক্ষোভ মিছিল

শ্রমিক সংগঠন গুলির পক্ষ থেকে আজ একটি মিছিল আলিপুরদুয়ার শহর পরিক্রমা করে।কেন্দ্র ও রাজ্যের বাজেট পুড়িয়ে তারা প্রতিবাদ জানান।ক্ষেত মজুর শ্রমিক সংগঠন সহ বাম ও কংগ্রেসের শ্রমিক সংগঠনের কর্মীরা এই মিছিলে অংশ নেয়।

আইএনটিটিইউসির নেতা মনি কুমার ডার্নাল বলেন,কেন্দ্র ও রাজ্যের বাজেটে শ্রমিক ও কর্মচারীদের সুবিচার নেই।কোনো চাকরির সংস্থান নেই।তিনি বলেন রাজ্য জমির মালিক আর কেন্দ্র টি বোর্ডের মালিক।কেন্দ্র রাজ্যের সঙ্গে কথা বলেনা।

আগে বন্ধ চাবাগান নিয়ে বৈঠক করে খোলা হয়েছে।এখন টি বোর্ড পঙ্গু হয়ে গেছে।এর পুনর্গঠন জরুরি। তানাহলে চা সেক্টর বাঁচবেনা।কেন্দ্র ও রাজ্যের শ্রম বোর্ড নিয়ে তিনি সমালোচনা করেন।কেউ শ্রমিকের পক্ষে নেই।কৃষক দের ভর্তুকি ও প্রোটেকশনের কোনো ব্যাবস্থা নেই।