উদ্ধার হলো কয়েক কোটি টাকার সম্পত্তি

বিগত বেশ কিছু বছর ধরে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি পশ্চিমবঙ্গ রাজ্যে। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে প্রাথমিক নিয়োগ মামলায় এবার প্রায় কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করল ইডি।

প্রাথমিক নিয়োগ দুর্নীতিতে অনেকদিন ধরেই ED এবং সিবিআইয়ের নজরে রয়েছে টেটের ওএমআর মূল্যায়নকারী সংস্থা এস বসু রায়। এবার এনফোর্সমেন্ট ডিরেক্টরেট সূত্রে জানা যাচ্ছে, এই সংস্থারই প্রায় কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে।

এর মধ্যে নগদ এবং নানান ব্যাঙ্কে থাকা ফিক্সড ডিপোজিট রয়েছে। ২০১৪ সালের টেট পরীক্ষার ওএমআর শিট মূল্যায়ন ও স্ক্যানিংয়ের দায়িত্ব ছিল এস বসু রায় সংস্থার হাতে। CBI জানিয়েছিল, প্রাথমিক নিয়োগ মামলায় এগুলি ‘অত্যন্ত জরুরি’ নথি। তবে সেই ‘জরুরি’ নথিগুলিই ওই সংস্থা নষ্ট করে দেয়।