PropTiger.com রিয়েল এস্টেট কোম্পানির উদ্যোগে কলকাতায় অনুষ্ঠিত হতে চলেছে এক্সপো-রাইট টু হোম। উল্লেখ্য, ভারতের শীর্ষস্থানীয় অনলাইন রিয়েল এস্টেট কোম্পানি গুলির মধ্যে অন্যতম হল এই PropTiger.com। এই রাইট টু হোম বার্ষিক অনুষ্ঠানটি চলবে ২৩ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত, আগামি কাল থেকে শুরু হচ্ছে।
কলকাতার ফেয়ারফিল্ডে অনুষ্ঠিত দুইদিনের এই ইভেন্টে শহরের শীর্ষস্থানীয় রিয়েল এস্টেট ডেভেলপারদের আবাসন প্রকল্পগুলি থাকবে। যার মধ্যে রয়েছে গোদরেজ, শ্রীরাম, ইমামি, অম্বুজা, মেরলিন সিদ্ধা, আলকোভ এবং শাপুরজি সহ অন্যান্যরা। এই ইভেন্টের মাধ্যমে রিয়েল এস্টেট ফিল্ডে আগ্রহী ব্যক্তিরা একদিকে যেমন ডেভেলপারদের তরফ থেকে দেওয়া বিশেষ অফার গ্রহণের সুযোগ পাবেন তেমনি বিশ্ষ্টি রিয়েল এস্টেট ডেভেলপারদের সঙ্গে মুখোমুখি আলোচনারও সুযোগ পাবেন। ইতিমধ্যে এই রাইট টু হোম ইভেন্টের জন্য প্রায় ৪,৫০০-এর বেশি রেজিস্ট্রেশন হয়ে গিয়েছে। উল্লেখ্য, ২০২১ সালের নভেম্বরে ডিজিটাল ইভেন্টের পর অফলাইন ইভেন্টও অনুষ্ঠিত হবে।
PropTiger.com-এর প্রধান রাজন সুদ বলেন, উৎসবের মরসুম হল সম্পত্তি বিনিয়োগের সেরা সময়। এছাড়া কোভিড মহামারির পর সামগ্রিক অর্থনৈতিক কর্মকাণ্ডেও উল্লেখযোগ্য উন্নতি হয়েছে। এর ফলে কর্মসংস্থানের সম্ভাবনার সাথে আয়ের উৎসহও অনেকাংশেই বেড়েছে। তাই সবদিক বিচার করেই ২৩অক্টোবর রিয়েল এস্টেট বিষয়ক ইভেন্টের আয়োজন করা হয়েছে।