পশ্চিমবঙ্গে এমজংশনের প্রোজেক্ট জ্যোতি

ভারতের বৃহত্তম বি-টু-বি ই-কমার্স কোম্পানি এমজংশন পশ্চিমবঙ্গ সরকারের সহযোগিতায় পশ্চিমবঙ্গে ভিস্যুয়ালি-চ্যালেঞ্জড স্কুল পড়ুয়াদের জন্য শুরু করেছে প্রোজেক্ট জ্যোতি। ছত্তিশগড়ে সাফল্যের পর তাদের এই উদ্যোগ।পশ্চিমবঙ্গে প্রোজেক্ট জ্যোতির প্রথম পর্যায়ে কলকাতা, দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরের প্রায় ৪৫ জন স্পেশাল এডুকেটর এবং পূর্ব মেদিনীপুরের নবম থেকে একাদশ শ্রেণীর কম দৃষ্টিশক্তিসম্পন্ন ৩০ জন পড়ুয়াকে অ্যান্ড্রয়েড ডিভাইস ব্যবহার করে ওয়েস্ট বেঙ্গল স্টেট বোর্ডের টেক্সট বুক পড়ার প্রশিক্ষণ দেওয়া হয়েছে।

এইসব জেলার ২০০ জন নির্বাচিত পড়ুয়া ও স্পেশাল এডুকেটরকে নিয়ে দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হবে শীঘ্রই। পশ্চিমবঙ্গে এই প্রোজেক্টের অঙ্গ হিসেবে এমজংশন অংশগ্রহণকারী প্রত্যেককে একটি করে স্মার্টফোন দিয়েছে, যেগুলিতে বই পড়ার সহায়ক অ্যাপ প্রিলোড করা রয়েছে।ছত্তিশগড়ে এমজংশন প্রোজেক্ট জ্যোতির কাজ শুরু করেছিল ২০১৮ সালে।

টেক্সট বুক পড়ার জন্য মোবাইল টেকনোলজি ব্যবহার করে এই প্রোজেক্ট কষ্টকর ও সময়সাপেক্ষ ব্রেইল পদ্ধতির ব্যবহার থেকে মুক্তি এনে দিয়েছিল। ‘ফার্স্ট-অফ-ইটস-কাইন্ড ইনিশিয়েটিভ’ হিসেবে এমজংশন অষ্টম থেকে দশম শ্রেণীর ৪০০ জনেরও বেশি দুর্বল-দৃষ্টিশক্তিসম্পন্ন শিক্ষার্থীর জীবনে পরিবর্তন ঘটাতে সক্ষম হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *