পূর্বের বাজার ধরতে শিলিগুড়িতে উৎপাদন ইউনিট

শিলিগুড়িতে ওয়াল পুট্টির উৎপাদন ইউনিট চালু করল জেকে সিমেন্ট লিমিটেড। এই জেকে সিমেন্ট হল ভারতের অন্যতম সিমেন্ট ও ওয়াল পুট্টি প্রস্তুতকারক সংস্থা। যা প্রধানত ধূসর ও সাদাসিমেন্ট তৈরি করে। জেকে সিমেন্টের  লক্ষ্য হল, পূর্ব ভারতে ওয়ালম্যাক্সএক্সের ক্রমবর্ধমান চাহিদা মেটানো।

 তাই পূর্ব ভারতের বাজার ধরতে শিলিগুড়িকে কেন্দ্র করে ওয়ালম্যাক্সএক্সের উৎপাদন ও বিতরণের পরিকল্পনা করেছে জেকে সিমেন্ট।২০০২ সালে রাজস্থানের গোটানে উৎপাদন ইউনিট থেকে জেকে সিমেন্ট ওয়ালম্যাক্সএক্স তার ওয়াল পুট্টি  ব্র্যান্ড চালু করে। ক্রমাগত এই ওয়াল পুট্টির  চাহিদা বাড়তে থাকায় ২০১৬ সালে জেকে সিমেন্ট মধ্য প্রদেশের কাটনিতে ওয়াল পুট্টির একটি ফ্ল্যাগশিপ উৎপাদন ইউনিট চালু করে।

 এছাড়া এই বছরের শুরুতে কোম্পানিটি দক্ষিণের বাজারের চাহিদা পূরণের জন্য  অন্ধ্রপ্রদেশের গুন্টুরে আরেকটি  উৎপাদন ইউনিট চালু করেছে। জেকে হোয়াইট সিমেন্টের বিজনেস হেড নিরঞ্জন মিশ্র বলেন,  শিলিগুড়িতে ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট চালু করা আমাদের যাত্রার আরেকটি মাইলফলক। শিলিগুড়িতে এই প্ল্যান্ট চালু করার মাধ্যমে আমাদের লক্ষ হল এই অঞ্চল তথা পূর্ব ভারতে ওয়াল পুট্টির ক্রমবর্ধমান চাহিদা পূরণ করা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *