বিগত বেশ কিছুদিন ধরেই অনবরত উঠছে একই অভিযোগ। একাধিক নির্দেশ জারি হওয়া সত্ত্বেও মিলছে না কোনো সুরাহা। সরকারি স্কুলের শিক্ষক হওয়া সত্ত্বেও চুটিয়ে টিউশনি করছেন অনেকে। বহুদিন থেকেই এই অভিযোগ উঠে আসছে। এবার সেই ইস্যুতেই নেওয়া হল বড় পদক্ষেপ।
প্রাথমিক শিক্ষকরা আর ‘প্রাইভেট টিউশন’ করাতে পারবেন না, জারি হল বিজ্ঞপ্তি। কোনো প্রাথমিক শিক্ষক যদি নিয়ম অমান্য করে বাড়িতে পড়ান তাহলেই বাতিল হবে শিক্ষকতার চাকরি। এমনই কড়া বিজ্ঞপ্তি জারি করল পূর্ব মেদিনীপুর প্রাথমিক শিক্ষা সংসদ।
সম্প্রতি স্কুল শিক্ষকদের গৃহশিক্ষকতা নিয়ে পূর্ব মেদিনীপুর প্রাথমিক শিক্ষা সংসদের অফিস থেকে একটি নোটিস জারি করেন পূর্ব মেদিনীপুর জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান হাবিবুর রহমান। প্রাথমিক স্কুলের শিক্ষকদের গৃহশিক্ষকতা রুখতে ১৫ দিনের মধ্যে বিদ্যালয় পরিদর্শকদের এই বিষয়ে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।