কেরালায় বেসরকারি বাস অপারেটরদের টিকিটের ভাড়া বৃদ্ধির দাবিতে অনির্দিষ্টকালের ধর্মঘট

বৃহস্পতিবার (২৪ মার্চ) থেকে কেরালায় বেসরকারি বাস অপারেটররা অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট শুরু করেছে। জ্বালানি তেলের দাম বাড়ার পরিপ্রেক্ষিতে টিকিটের ভাড়া বাড়ানোর দাবি জানিয়েছেন তারা। বিভিন্ন বেসরকারি বাস অপারেটর ইউনিয়ন এই ধর্মঘটে সমর্থন দিয়েছে।

 তাদের দাবি, টিকিটের দাম বাড়ানো হবে বলে আশ্বাস দেওয়ার পরেও রাজ্য সরকার সিদ্ধান্ত নিতে দেরি করেছে। সোশ্যাল মিডিয়ায় অনেক ব্যবহারকারী ধর্মঘটের ছবি পোস্ট করছেন, বাসের অনুপলব্ধতা এবং কীভাবে এটি দৈনন্দিন যাত্রীদের জীবনকে প্রভাবিত করছে তা দেখাচ্ছে।

কেরালা স্টেট প্রাইভেট বাস অপারেটরস ফেডারেশনের সভাপতি সাথিয়ান জানিয়েছেন যে প্রস্তাবিত ধর্মঘট সংক্রান্ত একটি নোটিশ দুই সপ্তাহেরও বেশি আগে সরকারকে দেওয়া হয়েছিল কিন্তু এখনও পর্যন্ত এই বিষয়ে কোনও আলোচনা হয়নি।

তবে পরিবহণ মন্ত্রী অ্যান্টন রাজু কেরালা কৌমুদীকে বলেছেন যে বাস অপারেটররা ধর্মঘটে যান বা না যান, টিকিটের দাম বাড়ানো হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *