দক্ষিণবঙ্গের পর এবার উত্তরবঙ্গে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জলপাইগুড়ি অথবা শিলিগুড়ির মধ্যে একটি প্রকাশ্য জনসভা করবেন তিনি। আগামী ৯-১১ই মার্চের মধ্যে অনুষ্ঠিত হবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভা।
শনিবার জলপাইগুড়িতে একটি সাংবাদিক সম্মেলন করে এই খবর জানান বিজেপির জেলা সভাপতি বাপি গোস্বামী।প্রধানমন্ত্রীর সভাকে ঘিরে ইতিমধ্যেই জোরদার প্রস্তুতি শুরু হয়ে গেছে বিজেপি শিবিরে। বিজেপির জলপাইগুড়ি জেলা সভাপতি বাপি গোস্বামী বলেন, জলপাইগুড়ি অথবা শিলিগুড়ির মধ্যে একটি প্রকাশ্য জনসভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
বিশাল এই জনসভা অনুষ্ঠিত হবে আগামী ৯-১১ই মার্চের মধ্যে। আয়ুষ্মান ভারত সহ প্রধানমন্ত্রীর বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্প নিয়ে মানুষের বাড়ি বাড়ি যাওয়া হবে বলে জানান তিনি।