প্রাইম ডে: বিক্রেতা ১২৬০০৩টি এসএমবি

স্মল মিডিয়াম বিজনেসেস (এসএমবি) এবছরের প্রাইম ডে’তে অ্যামাজন-ডট-ইনে এযাবৎকালের সবথেকে বেশি বিক্রয় করতে সমর্থ হয়েছে। প্রাইম মেম্বারদের থেকে তারা বিপুল সাড়া পেয়েছে। প্রাইম ডে উপলক্ষে ভারতের ৯৬ শতাংশ পিনকোড এলাকা থেকে অর্ডার এসেছে। এবার প্রাইম ভিডিয়োর দর্শক ও প্রাইম মিউজিকের শ্রোতা ছিলেন সর্বাধিক সংখ্যায়। প্রাইম মেম্বাররা প্রাইম ডে’তে অভিনব এসএমবি কালেকশন, নতুন লঞ্চ্‌ হওয়া সামগ্রী, প্রচুর সাশ্রয় ও নানারকম প্রাইম বেনিফিট উপভোগ করার সুযোগ পেয়েছেন।

প্রাইম মেম্বাররা প্রাইম ডে ও তার লিড-আপ পিরিয়ডে ১২৬০০৩ জন বিক্রেতার থেকে কেনাকাটা করেছেন। বিক্রেতাদের মধ্যে ছিল আর্টিজান, উইভার, উওমেন এন্টারপ্রিনার, স্টার্ট-আপ ও ব্র্যান্ড, লোকাল অফলাইন নেবারহুড স্টোর্স। ৩১২৩০ জন বিক্রেতা একদিনে সবথেকে বেশি বিক্রয়ের অভিজ্ঞতা পেয়েছেন এবং ২৫ শতাংশ বিক্রেতার মোট বিক্রয় হয়েছে ১ কোটি টাকারও বেশি। প্রাইম ডে উপলক্ষে টপ-১০ শহরগুলির বাইরের এলাকা থেকে ৭০ শতাংশ নতুন গ্রাহক কেনাকাটা করেছেন। গ্রাহকদের প্রোডাক্ট, বেস্ট ডিল, নিউ লঞ্চ্‌, বিল পেমেন্ট, প্রাইম মিউজিক ইত্যাদি বিষয়ে প্রাইম ডে’তে অ্যামাজন শপিং অ্যাপে প্রায় ৩ মিলিয়ন গ্রাহকের প্রশ্নের উত্তর ও প্রয়োজনীয় পরামর্শ দিয়েছে আলেক্সা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *