প্রাথমিক শিক্ষক নিয়োগে বড় নির্দেশ দিল সুপ্রিম কোর্ট, কাটতে পারে জট

২০১৭ সালের টেট সংক্রান্ত যাবতীয় আবেদনের নিষ্পত্তি হল সোমবার। বিচারপতি কৃষ্ণ মুরারির বেঞ্চ টেট মামলায় নির্দেশ দিয়েছে, যত দ্রুত সম্ভব ২০১৭ সালে বিজ্ঞপ্তি জারি হওয়ায় টেট পরীক্ষার ফলপ্রকাশ করতে হবে প্রাথমিক শিক্ষা পর্ষদকে।

২০১৭ সালের টেট পরীক্ষা হয়েছিল তার মামলা করেন ইমন চৌধুরী। তার আইনজীবী জানান টেট পরীক্ষার বিজ্ঞপ্তি বের হয় ২০১৭ সালে এবং মাঝে চার বছর কোন পরীক্ষা নেওয়া হয়নি। সেই টেট পরীক্ষা ২০২১ সালের জানুয়ারি মাসে হয়। এই সময়কালে অনেকে সিটে বসার উপযুক্ত হলেও বয়স বাড়ার ফলে নিয়োগ প্রক্রিয়ায় অন্তর্ভুক্ত হওয়া যায় না।

এখন টেট পরীক্ষা দিতে হলে ডি.এল.এড করা অতি আবশ্যক। কিন্তু সেই ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন এর শংসাপত্র হাতে থাকা সত্ত্বেও বিজ্ঞপ্তির কারণে টেট পরীক্ষায় বসতে পারেননি অনেকেই। এনসিটিই-র নিয়ম অনুযায়ী প্রতিবছর একটি করে টেট পরীক্ষা হওয়া আবশ্যক । কিন্তু রাজ্যে সেই নিয়ম মানা হয়নি বলেও হাইকোর্টে একাধিক মামলা করা হয়।

২০১৭ টেটে সুযোগ না পাওয়ায় অনেক পরীক্ষার্থী মামলা করেন বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের বেঞ্চে। সেই নির্দেশে অনেক পরীক্ষার্থী টেট-এ বসেন, তবে প্রশিক্ষণ শংসাপত্র নির্দিষ্ট সময়ে না হওয়ায় তাঁরা নিয়োগ প্রক্রিয়া থেকে বঞ্চিত হচ্ছিল। তবে প্রতিবছর টেট নেওয়া হলে মামলার সংখ্যা কমবে এবং অধিকাংশ আইনজীবী মনে করেন মামলার জট কমলে নিয়োগ প্রক্রিয়া মসৃণ হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *